সম্পাদকীয় - নভেম্বর ২০১৪





উৎসবের মরশুম চলে গেল ভাবছেন না কি? মানছি দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-জগদ্ধাত্রী
পুজো আবার আসছে বছর, কিন্তু রাসের মেলা শুরু হল যে! আপনি যেখানে থাকেন সেখানে না-ই বা হল, নবদ্বীপ বা উলুবেড়িয়ায় বেড়িয়ে আসুন, উপায় না থাকলে মানস ভ্রমণ।
কেউ নেই বাধা দেবার, তাই না? আর রাসের মেলা ফুরোতে ফুরোতেই বাঙালির ‘আহা শীতকাল’, কেন যে কবিগুরু তেমন চোখে দেখলেন না শীতকালকে, কে জানে!

কানাঘুষো খবর আসছিল, চিলেকোঠা ওয়েবজিন নাকি ঠিকভাবে হ্যাণ্ডল্‌ড হচ্ছে না, হতেও পারে। আরে বাপু, বাজে কাজে সময় নষ্ট না করে কয়েকজন মিলে এই প্রচেষ্টা, ধুরন্ধর প্রফেশনালদের দ্বারা চালিত কিছু তো নয়। ভুলচুক কিছুমিছু তো হয়েই যায়, ইচ্ছাকৃত নয় সেসব মোটেও। আর আপনারা ভাববেন না যে কর্তৃপক্ষ গা-ছাড়া, এ নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। সব দেখা হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

অতএব, বন্ধুরা, কাকে কান নিয়ে গেছে শুনে কাকের পিছনে না দৌড়ে চোখ রাখুন চিলেকোঠা ওয়েবজিন-এর প্রতি সংখ্যায়। স্বাদ নিন সাহিত্য-সংস্কৃতির।

হৈম শুভেচ্ছা, শিশির-ধোয়া...   


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন