কবিতা - বনানী ভট্টাচার্য



আরও একবার
বনানী ভট্টাচার্য

আবার সন্ধ্যা ঘনিয়েছিল,
মেঘের আড়ালে লুকিয়ে
নিবিড় ভালোবাসার ছলে
নতুন খেলা শুরু করেছিল চন্দ্রমা
প্রশান্তি বুকে নিয়ে
হার মেনেছিল দিগন্ত
চাপা হাসির ছটা লেগেছিল তার ওষ্ঠপ্রান্তে
উচ্ছ্বাস বুকে চেপে নিঃশব্দে
বাকমুখর হয়েছিল সবুজ বনানী,
অস্তরাগের রক্তিম আভা লেগেছিল তার প্রকৃতিতে
আরও কেউ বুঝি ভেসেছিল সেই সন্ধ্যায়,
হয়তো রক্তিম ছোঁয়া লেগেছিল কোনো এক অনামিকার অন্তরেও
চেয়েছিল সে আলো-আঁধারির দিগন্তে মিশে যেতে,
শেষবারের মতো সাঁঝবাতির রূপকথা হতে



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন