কবিতা - অনুপম দাশশর্মা



ধ্বংসের পরে
অনুপম দাশশর্মা

ধ্বংস করবার উল্লাস খুঁজে নেয় বন্যতার বধ্যভূমি
যে শিক্ষা চিনিয়েছে তোমায় ক্রোধে অন্ধ হতে
তাকে স্বীকৃতি দেয় নি আজও কোনও অন্তর্যামী
সেই তো নির্বোধ মায়ায় কল্পনাপ্রসূত বিলাসের মোহে
গলা কাটছো মনুষ্যত্বের বারবার
চেয়ে দেখ নির্ণেয় উত্তরের আশায় বসে না থেকে
রুখে উঠছে ব্রাহ্মনদেরা পরের পর

জলধারায় মাটিকে শান্ত করা মেঘেদের আদি ধর্ম্
ঝড়ের অধিমুখ ঠিক করে না কোন ঈশ্বর
শুভবুদ্ধি জীবনদায়িনীর প্রতিবিম্ব্
ঘাতকরা মেনেছে পরজীবি নয় শুদ্ধস্বর
সমস্ত ভাঙ্গনের ছাইয়ে সৃষ্টির হাতছানি
ভোরের শান্ত আকাশে ভেসে আসে
আজানের সুরধ্বনি

শব্দেরও লহু থাকে, কিংশুক রাঙা তার অক্ষর শরীর
প্রতিটি হত্যার পর নীরবে কেঁদে যায় ভোরের শিশির |


1 মতামত: