কবিতা - কমল সেনগুপ্ত



অচিন পাখি
কমল সেনগুপ্ত

 ছোট্ট সে এক অচিন পাখি,
রাত পোহালে , সাত সকালে,
পাতার ফাঁকে ডালে ডালে
করছে ডাকাডাকি
আমায় তবে এই পাখিটাই
গান শুনিয়ে মিষ্টি সুরে,
মনের দোরে কড়া নেড়ে
 ডাক দিল কি ?
শুধোই তারে - " রে পাখি,
নিবাস কি তোর অচিনপুরে ?
কি বার্তা দিস মিষ্টি সুরে
বলবি তা কি ? "
 বললো অচিনপুরের পাখি
"
আজ আকাশে আর বাতাসে
অচিন ফুলের গন্ধ ভাসে,
পাচ্ছো তা কি ?"
মিষ্টি সুরে গাইলো পাখি
"
নীলপরীদের সঙ্গে, 'ভাই,
মোদের হবে গানের লড়াই,
শুনবে নাকি ?"
"অচিন আলোয় - " বললো পাখি,
"
নীলপরীরা নাচবে ঘুরে,
গাইব মোরা অচিন সুরে,
তাই তো ডাকি "
এরপরেতে গাইলো পাখি
"
রিন্-ঝিনি-রিন্ বাজবে বীণা,
ছন্দে মাতাল হচ্ছো কি না,
দেখবে নাকি ?"
বলি তারে - " হ্যাঁ রে পাখি,
অচিনপুরের মিলনমেলায়,
কোন পথে যায়, কোন দিকে ধায়,
বলতো দেখি ?"
বলল ছোট্ট মিষ্টি পাখি
"
মনের মাঝের মনটা পড়ো,
অচিন আলোর পথটা ধরো,
খোঁজ পেলে কি ?"
চটকা ভেঙ্গে হঠাৎ দেখি,
নেই তো পাখি গাছের ডালে,
শুধুই পাতা হাওয়ায় দোলে,
কোথায় অচিন পাখি ?
 হঠাৎ শুনি গাইছে পাখি
"
তোমার মাঝেই বাস যে আমার,
মনের ভেতর আমি তোমার
ইচ্ছেগুলোর মাঝেই থাকি "।।


1 মতামত: