কবিতা - নন্দিনী সেনগুপ্ত

জলপ্রপাত
নন্দিনী সেনগুপ্ত

হঠাৎ পাহাড় উৎরাই ঢাল,
নদী নেই তো। জলপ্রপাত।
অমনি হঠাৎ বৃষ্টি নামে, 
ভিজুক শহর। কি বা তফাত?

জলপ্রপাত একলা আমার,  
লালন করি বুকের মধ্যে।
নগর- ভিড়ে, কাজ-অকাজে,
স্বপ্ন দেখায়, সাধ্যাসাধ্যে।

এগিয়ে আসে জলের প্রাচীর,
স্নান সেরে নিই অবগাহন।  
জলের বৃত্ত শেষের আগে,
গভীর হয়ে নামলো দহন। 

শহর-প্রান্তে সেই নদীটি,  
শুকায় বুঝি প্রত্যাখ্যানে।
তবুও হঠাৎ একলা ধারা
পেরোয় পাহাড় প্রপাত-গানে।  


1 মতামত: