কবিতা - পারমিতা চ্যাটার্জী

কবে কোথায়
পারমিতা চ্যাটার্জী

কবে যেন হয়েছিল দেখা কোন বসন্তে,
কি জানি কেন ধরেছিলাম হাত,
কি গান শুনিয়েছিলাম পরম লগনে,
কি কথা বলেছিলাম কানে,
আজ আর মনে পড়েনা।
তোমার আকাশে ছিল উদাস মেঘের ভার,
আমিও ছিলাম ক্লান্ত শ্রান্ত মনে,
জীবনের উপবনে,
আকণ্ঠ তৃষিত হৃদয়
চেয়েছিল ভালোবাসা,
এসেছিলাম কাছে সেদিন
ধরেছিলাম হাত।
কে জানত সবই ছিল মিথ্যা প্রবঞ্চনায় ভরা
এক জ্বলন্ত ইতিহাস,
শুকনো তপ্ত বালুকা রাশিতে
পড়লনা ঝরে ঘন শ্রাবনের ধারা,
বসন্ত পূর্ণিমার চাঁদ
অদৃশ্য হল অমাবস্যার আঁধারে,
আমি একা চলেছি হেঁটে
এক বসন্ত থেকে
আর এক বসন্তের পারাপারে।


2 মতামত: