কবিতা - নন্দিনী সেনগুপ্ত



ভোরের স্টেশান
নন্দিনী সেনগুপ্ত

মেঘের মাঝে দাঁড়িয়ে আছে ভোরের স্টেশান। 
হাতছানি দেয় জলের ফোঁটায় ঘুমভাঙা চোখ,
যাওয়ার কথা কোথায় ছিল? এইখানে কি?
নামতে হলে গুছিয়ে নিও ডানার পালক।

থেমে যাওয়া অবশ ডানা, একটু নাড়ো।
ঝরিয়ে দিও বিবর্ণ রোম, বিষের প্রলেপ।
ভোরের স্টেশান, বেশিক্ষণ থামবে না তো।
অন্য প্রদেশ আলোর গাড়ি যাবেই চলে।

জীবন জুড়ে ছুঁতে চাওয়া টুকরো মাটি, 
দাঁড়িয়ে আছে বুনোফুলে, সবুজ-পাতায়, -
নামবো আমি, থাক না পড়ে তল্পি-তল্পা।
আমায় ফেলে এগিও গাড়ি আলোক-লতা।


5 মতামত: