ভালবাসা আজও
জয়ন্ত
শুকনো পাতায় করুণা রাশি,
স্বজন পাগল ব্যাথার আদল,
সিক্ত অভিমানে !!
দেউল ভাঙা গান |
নাই-বা রাখুক খবর কোনো,
উৎকণ্ঠায় হৃদয় পোড়ে ,
কঠিন
সংবেদনে |
বাক্যে ব্যবধান |
গোপন খবর গোপনে রাখি,
ফাল্গুন দিন বন্ধন হীন,
মননে
যতন করে |
নবীন মিলন সুখ |
মিথ্যা যখন হয়নি তখন,
অন্তঃপুরে পোড়ায় দুকুল,
বাঁধেনি সম্ভ্রমে |
পলাশ রাঙা দুখ |
গাঁথা মালাখানি ভূধরে লুটায়,
কণ্ঠে গরল ঢালি |
ভালবাসা আজও ভুবন মাঝে
সেই তো শ্যামের বাঁশি ||
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন