কবিতা - অভিষেক গঙ্গোপাধ্যায়

ছায়াপথিক
অভিষেক গঙ্গোপাধ্যায়


ছায়া পথিকেরা আজ মৃত ,
কখন আমায় ডাকবে সময়ের পেরনো দিগন্তে।
স্বপ্নরা কি কখনো প্রতারক হয় ?
আমার চিতা শয্যার অগ্নিভ স্রোতে ,
হারিয়ে যাচ্ছে কবিতারা ।

এখন পৃথিবীর প্রান্ত ছুঁয়ে ,
নেমে আসছে অন্ধকার ।
ভূমির শেষতম বিন্দুটি আঁকড়ে -
ধরতে চেয়েও হারিয়ে যাচ্ছি ,
মহাকাশের নীলাভ স্তব্ধতায় ।
আমার বিদায়ী বন্ধুরা,
মহাকালের ওপারে
হাসতে হাসতে চলে গেলো ।
কোন এক বিপন্ন সময়ের
আশ্রয়ে বাঁচার আকাঙ্খায় ।



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন