কবিতা - অনুপম দাশশর্মা

একটিবার
অনুপম দাশশর্মা


একটা নীরব সকাল, আধফোটা পাপড়ি
একটা নিঝুম দুপুর ছবিতে পালকি
একটা অবস অপরাহ্ন চিলেকোঠায় ফাঁসা ঘুড়ি
একটা মাতাল সন্ধ্যে দেবে আমায়!
একটু আদুড় আধা পিঠ চিবুক নামায়
একটু ঝনন ঝন কাঁচ ঝিনুক পাতায়
একটু তিতির কঙ্গন গোলাপ কাঁটায়
একবার সংজ্ঞা কাড়ো আমার।
শুধু একবার স্রষ্টা বলো আমায়।


1 মতামত:

  1. অনুপম দাশশর্মার ছোট্ট এই কবিতাখানি বেশ ভালো লাগলো।

    উত্তরমুছুন