কবিতা - জয় ভট্টাচার্য

মুখচোরা
জয় ভট্টাচার্য

কাল সারা রাত ধরে জমিয়ে স্তূপীকৃত করে রেখেছি তোমার দুষ্টুমিগুলো।
জিনিসপত্র এলোমেলো করে রাখা আমার ধাতে নেই। ছাদের অন্ধকার থেকে মুঠো ভরে
নামিয়ে আনি তোমার গোপন তরঙ্গ। তুমিও তো খবর রাখো না- জাপটে ধরে থাকা
কোলবালিশের মত মুখ গুঁজে থাকি কোথায় কোথায়... বয়সটা 'ফ্যাক্টর' নয় !
যতদিন পেরেছি চালিয়ে গেছি ঝিনুকে মুক্তোর চাষ। তোমার হাসি দেখে সকলে
মন্ত্রমুগ্ধ হয় ; কিন্তু ক'জন তার কারণ জানে, বলো ? তবু এলোমেলো হয়ে যায়
সব কিছু। তোমার রক্ষণশীল প্রেম আর আমার পুরুষ-মানুষি দীর্ঘ গৌর-চন্দ্রিকা
উল্টো দিকে মুখ করে বসে থাকে।



3 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৪ সেপ্টেম্বর, ২০১৪ এ ১০:৩৩ PM

    জয় ভট্টাচার্যের 'মুখচোরা' কবিতাটিতে জয়ের সুপরিচিত কবি মানসের প্রতিফলন যথারীতি স্বচ্ছ সার্থক হয়ে প্রতিফলিত হল। জয়ের লেখায় কিছু শব্দ থাকে,যার ব্যঞ্জনার ব্যপ্তি অনেকদূর। এই কবিতাটিও সেই গুনে গুনাণ্বিত যথাযথ ভাবে । ভাল লাগল লেখাটি।

    উত্তরমুছুন
  2. জয়'দার কবিতা মানেই চিরাচরিত গণ্ডীর মধ্যে থেকেও অন্য রকম ভাবনা, এই আকর্ষণ ডোর থেকেই জয়'দার কবিতা, লেখা কে ভালোবেসে ফেলা একটু ও কঠিন না। মুখচোরা কেও ভালোবেসে ফেললাম।

    উত্তরমুছুন