কবিতা - নন্দিনী সেনগুপ্ত

ঠিকানা
নন্দিনী সেনগুপ্ত

আমার ঠিকানা রাখলো লিখে একটি উপলখণ্ড,
আঁচড় কেটে নদীর বুকে,
আখর লিখে, মুহূর্তকে —
বন্দী করে হারায় কোথায়, দাঁড়ায় না এক দণ্ড !

নদী তবু উদাসীনা, গর-ঠিকানা ভালো মন্দ,
বুকের মাঝে স্বর্ণচিহ্ন বয়ে,
নদী, তোমার সময়-অসময়ে-
ভেবেছিলাম সঙ্গে যাবো,- শিখবো চলার ছন্দ ।

ছন্দ জেগে যথা তথা, শেখায় সে কোন জীবন-কুহক;
হাতে নিয়ে যাদুর কাঠি –
অরণ্য বা অগাধ মাটি,
সবার ছন্দ আছে বুঝি নদীর কাছেই বন্ধক !

ছন্দ খুঁজে তারই কাছে, নদীর ভিতর আরেক নদী –
পরজন্মে আমিই হবো –
বারিসম্ভূতা পুনর্ভব !
খুঁজবো না কোন ছন্দ-ঠিকানা, খুঁজবো না কোন বোধি ।


4 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৪ সেপ্টেম্বর, ২০১৪ এ ১০:২২ PM

    নন্দিনী সেনগুপ্তর 'ঠিকানা' কবিতাটিতে উৎসমুখের দিকে এক উজান বাওয়ার প্রয়াস দেখে মুগ্ধ হলাম ।ভূতত্ববিদ নন্দিনীর লেখাতে তার অধিগত বিদ্যার ছাপ কি দেখা গেল কিছু ? আমি কিন্তু দেখতে পেয়েছি তা,সামান্য হলেও । সুন্দর কবিতাটি ভাল লাগল বেশ ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ দাদা, কবিতাটি পড়বার জন্য। আমি যদি এক মুহূর্তের জন্যেও পাঠককে ভাবাতে পারি, নিজেকে ধন্য মনে করবো ।

      মুছুন
  2. অদ্ভুত সুন্দর মায়াজাল সৃষ্টি করা এই কবিতায় গা ভাসিয়ে নিজেকেই মুগ্ধ করলাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ কবিতাটি পড়বার জন্য ! পাঠক মুগ্ধ হলে কবির সৃষ্টি সার্থকতা পায় ।

      মুছুন