কবিতা - কিংশুক চক্রবর্তী

তুমি দেখো শুধু চেয়ে চেয়ে
কিংশুক চক্রবর্তী



আমি একটু একটু করে যাব ক্ষয়ে ক্ষয়ে
ধীরে ধীরে রয়ে সয়ে ... যাব ক্ষয়ে ক্ষয়ে
যেমন করে পাথর জলের তোড়ে যায় ক্ষয়ে
জলের ধারা (যায়) বয়ে বয়ে
তুমি দেখো শুধু চেয়ে চেয়ে
আমি ধীরে ধীরে হব অন্তরলীন ক্রমে ক্রমে
ক্ষেপে ক্ষেপে একদিন হব অন্তরলীন
বৃস্মিতির অতলে যাব তলিয়ে
শুন্যের সাথে মিলিয়ে তুমি শুধু দেখ চেয়ে চেয়ে
আমি একদিন যাব হারিয়ে সব বাঁধন ছারিয়ে
যাবই দেখো তুমি চেয়ে চেয়ে দূর থেকে দাড়িয়ে
সব বাঁধন মাড়িয়ে আমি যাবই, আমি আছি পা বাড়িয়ে।



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন