কবিতা - গৌতম সেন


দৈনিক যাপন
গৌতম সেন
রোজ বেঁচে থাকা আমার সঙ্গে কিছু নিরাভরণ সময়,
বাতাসের কায়াহীন দোলা, রোদভেজা সকাল দুপুর -
অমাবস্যা, পূর্ণিমারা এসে আঁধারে-আলোয় বলে যায়
বৃষ্টিরা দলবেঁধে ঝরে, ঐকতান মাঝে ওই বাজায় নুপুর।

দিন চলে যায়, রাত আসে – একপেশে নিশুতি রাত,
সারা অঙ্গে মেখে যায় চুপকথারা নির্বাক কথামালা –
নিদ্রা ওই ক্লান্ত সোহাগ মেখে, দিনান্তের নয়া সওগাত
তসবি হাতে পীর যেন; রোজনামচা জপে জপমালা।

ঈর্ষা আছে তবু বর্ষা আসে, এও জানি আছে হানাহানি,
দূষণ দূষিত বাতাস থেকে থেকে আরও ভারী হয় -
ধুকপুকানি তবু বেঁচে আছে, যতই হোক না রাহাজানি,
জীবন মহৌষধী খোঁজে, ক্ষয়-লয় মাঝে স্থির প্রত্যয়।

ঘুম ভেঙ্গে আজও জেগে আছি দুনিত এ সমাজের মাঝে
পৃথিবীটা আরও একটা দিন সভ্যতা কে দিল সময় ভাবার
স্বপ্ন বাজে ভগ্ন বুকে- সঠিক, বেঠিক অত বুঝি না যে
এমনই নিত্য ধ্বংস ধ্বস নামে, দৈনিক ঘুম পায় আবার।





1 মতামত: