কবিতা - বনানী ভট্টাচার্য্য



বিষাক্ত

বনানী ভট্টাচার্য্য

পৃথিবীর মুখ দেখা, আর
নিজেকে একলব্যরূপে
ইতিহাস ফিরে আসে বারেবারে!
জেনেছে ওই শিশুটি
অসুরক্ষিত সে
যে কোনো মুহূর্তে সম্পূর্ণ শরীরটাই
আবর্জনা হয়ে যেতে পারে,
আমরা পাপ করতে বড়ো ভালোবাসি
ধুতরোর বিষ ছুঁয়ে বাঁচি প্রতিদিন
চিন্তা করতে ভয় পাইনা, যে
আঙ্গুল তুলবেই আগামী প্রজন্ম
মেকি মনুষ্যত্বের দিকে ।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন