কবিতা - নীতা সেনগুপ্ত



            মৃত্যু

    নীতা সেনগুপ্ত

        মৃত্যু তুমি বন্ধু না শত্রু
        বুঝতে পারিনা আজ ও যে
        সারা পৃথিবী দাপিয়ে বেড়াও
         নতুন নতুন সাজে যে |

        কাউকে করছো স্বামীহারা
               অসহায়া নারী
        কারো বা নিচ্ছো সন্তান কেড়ে
               মা হচ্ছে অনাহারী ||

        আবার কাউকে দিচ্ছো চিরমুক্তি
        রোজ জ্বালার থেকে মুক্তি দিয়ে
        আবার কারো বা মনের জ্বালা নিভাচ্ছো
              তুমি নীরবে নিঃশব্দে গিয়ে ||

            যে তোমায় চায়না মৃত্যু
            তুমি যেওনা তার কাছে
         তোমায় যে চায়, সে তোমায়
                  বড্ড ভালবাসে ||

            মৃত্যু , তুমি সত্য, তুমি অনিবার্য
                          তুমি মহাকাল
                তুমি পৃথিবী জুড়ে আছো
                    তুমি থাকবেও চিরকাল

            এই পৃথিবীর সমতা রক্ষা
                তোমাকেই করতে হাবে তো
                   তাই তুমি অভিশাপ হলেও
                 আশীর্বাদ হয়েও রবে গো ||


                  


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন