কবিতা - জয় (শমীক) সেনগুপ্ত

যোজনগন্ধা তুমি
জয়(শমীক)সেনগুপ্ত


যোজনগন্ধা, তুমি নাকি সৌরভেতে রোজ
একরাশ লাজ বৃষ্টির ছাঁটে ঢেকে দিতে চাও।
তোমার এলানো চুলে বাঁধা শাপলার গিঁট
বারবার বিদ্রোহ ঘোষণা করেছে।
তাল-তমালের ফাঁকে অদৃশ্য আকাশে-
বাঁকা চাঁদ সপ্তমী রাতে
চুপিচুপি গ্রহণ লাগাল।
যোজনগন্ধা, তুমি এখন অনুষ্টুপের তালে
মন্দাক্রান্তা ছন্দ জাগাও।
না, আজ আর অমিত্রাক্ষর নয়-
আজ জয়স্তু ছন্দ শেখাবো..
একবার চোখ বুজে তুমি অতলে তলাও;
যোজনের বিস্তৃতি আমাদের বাংলার ঘাট মাঠ
নদ-নদী জলে;
হারানো শ্যাওড়া, ভাঁটফুল কাশেদের ভিড়ে
পদ্মের আঁচলের তলায়-
কবিতারা জন্মাক শত সহস্রবার।
সাঁকো আর সেতুদের সংযোগ ঘিরে
হর্ম্য-প্রাসাদে আর ছেঁড়া রাজপথে
হেঁটে চল পয়দল! ভাসাও সোপান
অলক্তক-রঞ্জিতা কনের লালিমায়।
যোজনগন্ধা, আকাশের ডানাতেই ফিরুক কুলায়
শ্রান্ত ভাষারা নব বরষায়।
ব্যাস আর প্রস্থের হিসেব না করে
দেবতার ব্রত আর মানুষের ভরসার বুকে
যোজনগন্ধা তুমি আশা হয়ে ফুটে ওঠো আজ।
ভাষারা মুক্ত হক মনের ঘরেতে ।।



2 মতামত:

  1. ছবির ভিতরে ছবি, রঙের ভিতরে রঙ, কথার মধ্যে না কথা অদ্ভুত মুদ্রায় এই কবিতা পাঠকের সামনে স্থির হয় ।

    উত্তরমুছুন
  2. ভাষারা মূর্ত হয় মনের ঘরে............

    উত্তরমুছুন