কবিতা - অলোক চৌধুরী

টাকা
অলোক চৌধুরী



টাকা চাই টাকা,
অনেক অনেক টাকা।
জুলুমের বন্যা ঢেলে,
কেড়ে নেবে টাকা।
এক ফুঁয়ে উড়িয়ে দেবে,
হাতের চেটোয় রেখে।
তোলাবাজ উন্মাদ শিবিরে,
টাকা ওড়ে।
আমাকে আহত করে,
সন্মোহনী টাকার বুলেট।
চিৎকার করে উঠি,
এ আমি কোথায় এলাম।
রক্তে কলঙ্ক মেখে,
বেলোয়ারী বাণিজ্য নগরীর গোরস্থানে।
আর কত টাকা চাই?
তার থেকে এস হাতড়াই,
ভালবাসা, গেরুয়া নুড়িতে।
দেখবে সেখানে,
টাকা মাটি, মাটি টাকা।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন