দীপ্ত তারার পানে তাকিয়ে তাকিয়ে ক্লান্ত হলে চোখ স্নিগ্ধ নরম কোন জ্যোৎস্নার খোঁজে থাকি। সেই জ্যোৎস্নাও কি খুঁজে চলে কাকে ? যদিও তো আমি জানি,তা' নয় আমাকে !
আশা তবু,পুঞ্জীভূত বেদনার নীল রঙ যত একদিন ঠিক জ্যোৎস্নার সবুজ রঙের সাথে আশাতীত মিলে,ময়ূর-কন্ঠী রঙে সঙ্গত হবে।
ভালো লাগলো ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনতোমার ভালো লাগা আমারও ভালো লাগলো , ভাই শেখর ।
মুছুন