পাগলা, ফাঁদে পা
সুব্রত পাল
পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্ -
মেঘ
ভাবলে মেঘ।
জল ভাবলে জল।
জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ -
রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।
পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ -
যোগ
ভাবলে যোগ।
বাদ ভাবলে বাদ।
খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক -
চুপ ভাবলে চুপ। বক্ ভাবলে বক্।
পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্ -
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।
সকালে তাজা প্রাণ সন্ধ্যে বেলা লাশ -
দূর ভাবলে দূর। পাশ ভাবলে পাশ।
পাগলা, হাতের পাঁচ ধরবি যদি ধর -
প্রেম ভাবলে প্রেম। ঘর ভাবলে ঘর।
আদর ছুঁয়ে মন শরীর পেতে চায় -
বুক ভাবলে বুক। আয় ভাবলে আয়।
পাগলা, ফাঁদে পা, এবার কিস্তিমাৎ -
দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত।
খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক -
চুপ ভাবলে চুপ। বক্ ভাবলে বক্।
পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্ -
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।
সকালে তাজা প্রাণ সন্ধ্যে বেলা লাশ -
দূর ভাবলে দূর। পাশ ভাবলে পাশ।
পাগলা, হাতের পাঁচ ধরবি যদি ধর -
প্রেম ভাবলে প্রেম। ঘর ভাবলে ঘর।
আদর ছুঁয়ে মন শরীর পেতে চায় -
বুক ভাবলে বুক। আয় ভাবলে আয়।
পাগলা, ফাঁদে পা, এবার কিস্তিমাৎ -
দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত।
আমি মোবাইল দিয়ে ফেসবুকে যখন সুব্রতদার কবিতা পড়ি, তখন যদি কোনও ফোন আসে মনে হয় ফোনের অপর পাশের মানুষটাকে বেদম জোরে একটা চিমটি কেটে দি, তবে যদি সে বোঝে জ্বালাতন হলে কেমন ফিল হয়..
উত্তরমুছুনপাগলা কবিতা পড়ে এই রকম লাগছে-
পাগলা, চল চল আরও পাগল হই
তুই টঙে চড়,আমি কাড়ি তোর মই......