কবিতা - বনানী ভট্টাচার্য



আমার আকাশ
বনানী ভট্টাচার্য

সম্পূর্ণ একটা আকাশ সাতরঙ দেখি আমি,
ভোরের আলোয় মুখচ্ছবি প্রশান্তরূপ তুমি।
পরিচয়ের জ্যোত্স্নারাতে সন্ধ্যাদীপের আলো,
হঠাৎ যেন স্তিমিত শিখা নিভিয়ে দিয়েছিলো।
দিনান্তের অস্তরাগে স্নিগ্ধ আগমনী,
মল্লিকা দেয় সাঁঝবেলাতে সুরভিত বাণী ।
একটা আকাশ বুকের মাঝে আজও জেগে থাকে,
সান্ধ্য শাঁখে পূজার ছলে বরণ করি তাকে।
উল্কাস্রোতে কখনও যদি হইবা আমি অবাক,
আকাশটা তবু সব রঙ নিয়ে দুচোখে মিশে যাক॥


2 মতামত: