বিশেষ রচনা - তাপস ব্যানার্জী

কলকাতার পথ : সুকিয়া স্ট্রিট
তাপস ব্যানার্জী

উত্তর কলকাতার একটি পথ আছে সুকিয়া স্ট্রিট বা সুকিয়া রো নামে। কিন্ত কে এই সুকিয়া? জ়াতিতে ইনি আরমেনিয়ান। সুকিয়া বিবি ১৬৪৯ সালে ব্যারাকপুরে জন্মগ্রহন করেন। পিতার নাম জানা যায় না তবে তিনি অসম্ভব ধনী ছিলেন। সুকিয়া যখন মাত্র দু বছরের তখন তাঁর পিতা প্রায় দু লক্ষ টাকা ব্যয় করেছিলেন উৎসব করে। এ ছাড়া দরিদ্রদের সেবার জন্য অনেক কূপ খনন বস্ত্রদান ব্রাম্ভনদের উত্তরীয়, ছাতা এবং দরিদ্র ছাত্রদের ৪ টাকা করে দান করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর বিবাহের মাত্র দু বছর পর বিধবা হন তিনি। অত্যন্ত ধনী হলেও তিনি ছিলেন খুব বড় মনের মানুষ এবং দানশীলা। যেখানে তিনি বাস করতেন সেই বাস ভবনের কাছে একটি পথ নির্মানের জন্য বহু অর্থ দান করেছিলেন। সেই পথটি হলো আজকের সুকিয়া স্ট্রিট। এখনকার এজরা স্ট্রিটে তিনি একটি দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন; সেই প্রতিষ্ঠান আজও চালু আছে। পরে কিছু আরমানি মানুষের অনুরোধে আরও একটি রাস্তা নির্মান করে দেন। এই পথটি বর্তমানে

সুকিয়া লেন নামে পরিচিত। ইংরাজদের তিনি প্রভুত অর্থ ধার দিতেন এবং সেই অর্থ ফেরত পাবার পর তা তিনি গরিবদের দান করে দিতেন। যেহেতু তাঁর কোনও সন্তান ছিলো না তাই তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

(তথ্যসূত্রঃ কোলকাতার পথ, অজিত বন্দ্যোপাধ্যায়)


1 মতামত: