ছোটগল্প - তাপস নন্দী

দুর্যোগের ঘনঘটা
তাপস নন্দী


লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। আদর্শ কথাটা, কে বলেছিল কে জানে?

কথাটা যে উত্তম গুণীজনে মানবে, এই পোড়া দেশে, কথাটা কি খাটবে? শিক্ষা ব্যবস্থা আজ, কোন দিকে যাচ্ছে, মনে লাগে শঙ্কা, সব বুঝি ডুবছে। স্কুল কিংবা কলেজে কি যে সব হচ্ছে, ছাত্রদের দাবি নিয়ে অরাজকতা চলছে। পাশ করাতেই হবে ফেল-মার্কস থাকলেও, না হলে কপালে আছে প্রহারের দাবাইও। গুণীজন গুরুজন বলে আজ কিছু নেই, শিক্ষার অঙ্গনে, আজ ওঁদের আদর নেই। শিক্ষার অধিকার নেই আজ কলেজে, কাগজে কলমে আজ রয়ে গেছে সহজে। নেই কাজ খৈ ভাজ, ছাত্রদের মগজে দিচ্ছে অসার বাণী, রাজনীতির গরজে। পড়া ছাড়া আর সব আছে ওদের ঝুলিতে, সু-বিধান নেই কোনো, নেতাদের বুলিতে। অধ্যক্ষদের মারধোর, আরও আছে তোড়ফোড়, কোনো ইস্যু না পেলেই বলে, অধ্যক্ষ বড় চোর। শিক্ষার অঙ্গনে, রাজনীতির দাদাগিরি, কু-শিক্ষা কায়েম আজ, নেই নীতি নেই ছিরি। স্কুলের বাচ্চারাও ওদেরই দেখে শিখছে, প্রোমটের দাবিতে গেটে তালা দিচ্ছে। গুটিকয় ছাত্রের নৈরাজ্যের স্বার্থে, ছাত্রসমাজ আজ রসাতলের গর্তে। রাজনীতির রং নিয়ে অরাজকতা হচ্ছে, ছলে বলে কৌশলে, ওদের মাথা খাচ্ছে। নীতি-ফিতি চুলোয় যাক, স্বার্থের টানেতে, অশিক্ষায় দেশ ভরো, ভোট ব্যাঙ্ক বাড়াতে। জ্ঞানিগুণী বিদ্দজ্জন মুখ ফিরে রয়েছে, অপমানের ভয়ে আজ মুখে চাবি দিয়েছে। শিক্ষা মানুষ গড়ে, ভালো জানে নেতারা, কুশিক্ষার প্রসারে, হাতে আসবে দেশটা। রাজনীতির রং-রুটে দিশাহারা হচ্ছে, কে ওদের বোঝাবে ঠিক দিশায় আসতে। আজ দেখে ভয় জাগে, সামনে কী আসছে, ভবিষৎ প্রজন্ম কোথায় নেমে যাচ্ছে। বাস্তবের কষাঘাত যেদিন পিঠে পড়বে, ছাত্রসমাজ সেদিন নিজ পায়ে দাঁড়াবে।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১৯ মে, ২০১৫ এ ৯:১৫ PM

    সঙ্গত ক্ষোভের প্রকাশ । তবে এটি গল্প নয় । সুচীতে একে ছোট গল্পের অভিধা দেওয়া হয়েছে । ভাই তাপস ।

    উত্তরমুছুন