কবিতা - সৌভনিক বুবাই চক্রবর্তী

ভালোবাসা
সৌভনিক বুবাই চক্রবর্তী


মায়ের সাথে আঙুল দিয়ে বর্ণপরিচয়
ঠাকুরদার পাশে শুয়ে সন্ধ্যের পরীর রূপকথা
নাকে লেগে থাকা ঠাকুরমার সুপুরি দোক্তার ঘ্রাণ,
পৌষের পিঠে পায়েস – আশ্বিন সংক্রান্তির গারুর ডাল,
সদ্য ষোলোর শাড়িতে পাশাপাশি সরস্বতী বন্দনা,
আষাঢ়ের কাদা মাঠে ফুটবল –
শীতের দুপুরে পিঠে রোদ নিয়ে কুলের স্বাদ,
বেদম রাগে – কাঁচা বাংলায় খিস্তি খেউড়
প্রেমে, নরম নদী হয়ে আমি বাঙালি – ভাষায় বাঙালি –
প্রেমে বাঙালি শতকরা একশো শতাংশ বাঙালি।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন