কবিতা - রবিন বন্দ্যোপাধ্যায়



ভোলার শীতকাল
রবিন বন্দ্যোপাধ্যায়


লেপের নীচে লাল কম্বল, তার নীচে এক বালাপোষ,
তার নিচেতে দিব্যি শুয়ে গুপ্তিপাড়ার ভোলা ঘোষ।
বালাপোষের তলায় আছে সুজনি, শাল আর নীল চাদর -
সেসব নিয়ে ভোলা ঘোষের আদিখ্যেতা আর আদর!

মাংকি টুপি মাথায় আছে, গায়েও আছে স্লিপিং গাউন
যেটায় লেখা নামাবলির প্রপার নাউন আর কমন নাউন।
সেটির নীচে কটস-উলের এক গেঞ্জি আছে ফুলহাতা 
তারও ভিতর
স্যান্ডো আছে, ভোলার অফিস কোলকাতায়।

গ্লাভস রয়েছে হাতের চেটোয়, পায়ের পাতায় উলেন সক্স,
ভোলার নাকি গরম জামায় ভর্তি থাকে সেভেন বক্স।
ঘড়ের ভিতর সব সময়েই রুম-হিটারের হাল্কা আঁচ,
জানলাগুলো বন্ধ থাকে বন্ধ থাকে তাদের কাচ।

এত কিছুর পরেও ভোলার ঠান্ডা-বাতিক যাচ্ছে না।
শীতকালটা জুড়েই ভোলা শান্তি মনে পাচ্ছে না।
এসব করেও ধরল ভোলার নিউমোনিয়ার বেদম জ্বর,
এখন ভোলার পথ্য শুধু গরম দুধ আর গরুর খড়!


3 মতামত: