কবিতা - সৈয়দ হাসমত জালাল



বরফযুগ
সৈয়দ হাসমত জালাল




কত দিন? এক হাজার বছর হল?
এরপর যদি দেখা হয়
চিনতে পারব কি হেমন্তসন্ধ্যার ছায়ামাখা
                       ও মুখখানি?
চিনতে পারবে কি ঘন কুয়াশায় ফুটে থাকা
                      একটি মানুষের অবয়ব?
তখন হয়ত দূরে একলা পাখিটির শান্ত ও
                 সর্বস্ব হারানো ঘুম-ঘুম ডাক
যাকে আমরা গান বলে ভুল করতে পারি......
তখন হয়ত হিম পড়ছে আমাদের চারপাশে
মনে কর হিম... মনে কর ভিজে ভিজে শিরশিরে হাওয়া......
এরপর আমরা কি বরফযুগের দিকে ফিরে যাব?
একটি নদীস্রোত আমাদের বুকে জমে থাকবে স্থির?
একটি পাখির ডাক শীর্ণ পাতাটি হয়ে ঝুলে থাকবে
               শাদা হাড়ের মতন ডালে?  


1 মতামত: