কবিতা - অনুপম দাশশর্মা


শলাকা
অনুপম দাশশর্মা


বিপন্নতা গ্রাস সে তো স্বেচ্ছার পরবাস
এগোনো সঠিক পথের খোঁজে
বিড়ম্বনার নাগপাশ


এ এক অদ্ভুত সময়যাপন
কোনও ঝিনুকেই মুক্তো মেলে না
খালে বিলে বীর্যপতন
লুটতরাজের অলঙ্কারে কল্পতরুর পাতা নড়ে
উড়ছে টাকা গুপ্তঘরে গর্বিত আজ পৌষমাস

কুলুপ আঁটা বিদ্বজন সব জমানায় মহাজন
উসকে দেবার সলতে শুধু
স্বপ্নে জমাট হড়কা বান
চতুষ্কোণে ঘিরে যদি হতাশার খামচা মেঘ
শূন্যে দেখো সুপ্ত আশা চিলতে রোদের
ধরছে বেশ

থিতু সুখের অহং-জলে দ্বিধার শরীর দাও ডুবিয়ে
নয় বিপন্ন, চোয়াল কঠিন, ব্যর্থ সময় দাও গুঁড়িয়ে


1 মতামত:

  1. ভালো লাগলো কবিতাখানি, সাথে সাথে এ কবিতার লেখনী সময়োচিতো বটে।

    উত্তরমুছুন