কবিতা - শুভ্রা চক্রবর্তী

এসব হচ্ছেটা কী?
শুভ্রা চক্রবর্তী  

ঝাঁ চকচক শপিং মল
আধ উলঙ্গ মেয়েগুলোর ক্যাট
-ওয়াক আর কোমর দোল।
ছেলেগুলোও বাদ যায় না, গলায় মালা কানে দুল
হাতে কড়া চিতিয়ে বুক – গলা ফাটায় নানান সুর
আসুরিক এক নৃত্য গানে – মেতে ওঠে জনে জনে
এরাই নাকি বাংলা ব্যান্ড পোশাক এদের ফুটা প্যান্ট
এসব হচ্ছেটা
কী?

জনগণের শ্বাস উঠেছে মিছিলে আর ধর্মঘটে।
কার স্বার্থে – কী কারণে – করছে এসব?
যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ঢুকছে না যে মোটা মাথে।
এসব হচ্ছেটা
কী?

ডেঙ্গু জ্বরে কাবু এদেশ, মহামারীর রূপ নিয়েছে
মন্ত্রী মশাই
হেসে দিলেন মহামারী কোথায় মশাই
একে বলে এপিডেমিক
ইংরেজি এক শব্দ বলে
দায়িত্ব ভার দিলেন ঝেড়ে।
এসব হচ্ছেটা
কী?

বিদে
শিগ্নি টানার ধুম পড়েছে
ন্ত্রী স্বয়ং ছুটেছে এদেশ ওদেশ
স্বদেশকে
করে তোল এক্কেবারে বিদেশ
আকাশচুম্বী, গগনভেদী
মাহাটানের তুল্য
তার জন্য কৃষক দেবে জীবন দিয়ে মুল্য
অনাহারে মৃত্যু হলে কার
কী এসে যায়
প্রশ্ন যদি ওঠে তখন বলা যাবে অপুষ্টি
, অনাহার তো নয়
এসব হচ্ছেটা
কী?

জলা, জমি, পুকুর, ভেড়ি, গাছগাছালি
কাঁপছে ভয়ে, জীবন তাদের বিপন্ন
লোভী মানুষ বোকা এমন ছেলের কথাও ভাবে না
মরুভূমি তৈরি করছে এটাও কি সে জানেনা
এসব হচ্ছেটা
কী?

স্বাস্থ নিয়ে শিক্ষা নিয়ে সাধারণের জীবন নিয়ে
করছে এরা ছিনিমিনি
জাত-পাত আর ধর্ম নিয়ে করছে এরা বিকিকিনি
মানুষগুলো গাধা বনে থাকবে আরো কত দিন ?
জানে না কি সময় এলে শুধতে হবে ধরার ঋণ
এসব হচ্ছেটা
কী?


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন