কবিতা - রানী সিনহা

অভাগী এক মেয়ে
রানী সিনহা

চাষীর ঘরে জন্ম নিল অভাগী এক মেয়ে
জানতো না সে কত দুঃখ, আসছে কপাল বেয়ে
বুকের মাঝে ইচ্ছে নিয়ে চলছে দিনমান
শিক্ষা নিয়ে করবে নিজে, সমাজে তার স্থান
জন্ম তার অবুঝ এক বাবা মায়ের কোলে,
তার ইচ্ছে দেখল না কেউ ভুলে গেল তারে
নিজের জেদে পড়াশুনা চালাচ্ছিল বেশ,
এমন সময় আসল এক অমোঘ আদেশ
বিয়েতে সে হলো না রাজি এই তার দোষ,
তার ওপর পল তখন বাবার যত আক্রোশ
সেই দিনটি ঘনিয়ে এল বোঝেনি সে নিজে,
বাবার দেওয়া আগুনে তাকে মরতে হলো শেষে
ইচ্ছে সব ফুরিয়ে গেল এক নিমেষে যখন,
যদি আবার আসে ধরায়, মিটবে সকল ইচ্ছে তখন


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন