কবিতা - জয়ন্ত মন্ডল

শিকড়ে মাটি
জয়ন্ত মন্ডল

আমার শিকড় খুঁজতে গিয়ে দেখি,
শিকড়ে মাটির বাস |
মাটি না শিকড় কে করছে,
কার বুকে বসবাস |

আজব প্রশ্ন উত্তর নেই,
প্রশ্ন তবু আছে |
মাটির কাছে শিকড় আজও ,
তাগিদ নিয়ে বাঁচে |

ভালোলাগা না ভালোবাসা,
নাকি বাঁচার তাগিদ!
কীসের জন্য কেন –
শিকড় মাটি পাগলামি !

শিকড় কিন্তু ভালই জানে,
মাটিই তার প্রাণ |
মাটি ছাড়া শিকড় যেন,
দুর্বল নিষ্প্রাণ |



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন