কবিতা - শমীক জয় সেনগুপ্ত

সূর্যভ্রম
শমীক জয় সেনগুপ্ত
 
অনেক ত' কালি ঘাঁটা হল
অনেক ত' কালি এসে ছিটেছে শরীরে-
 আনাচে কানাচে শুধু সূর্যভ্রম হয়,
আসলে সে অন্ধ বিবর
 আমাদের মনে মনে জমে প্রশ্রয়।
 মাঝরাতে টেলিফোনে আমি ডাকি,
আয়, আয়
আরো বেশি কাছাকাছি আয়।
 আমার সে ডাকে ভ্রম বেড়ে চলে...
 আলো ভেবে যে সূর্য ধারন করেছি
 সে আমাকে দিয়ে যায় কৃষ্ণ গহ্বর।
ভাবি সুখে একা থাকা যাবে
অসুখটা নিয়ে...
তবু স্মৃতি পিছন ছাড়ে না।
পূর্বাশা ফিকে হয়ে জাগে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন