কবিতা - গৌতম সেন

নতুনের খোঁজ
গৌতম সেন

কলকাকলিতে ভরা সেদিন
কোণটাতে বসে আমি এক অ্যালকোহলিক
মত্ত মৌতাতে; – নতুন যে বছর এল
তারই উৎসব চলছিল তখন
কলরব সব শূন্যতাকে ভরাট করে দেয়,
হাসি, গান, হুল্লোড় নতুন করে ঝুলি ভরায়
আশা জাগায়, স্বপ্ন দেখায়

দুঃখ, বিষাদ, ব্যাথা ভয়ে কুঁকড়ে পালিয়ে বাঁচে
অন্ধকারের ঘেরাটোপে স্মৃতির কবরে
তোমাদের বাঁধনছেঁড়া হাসিখুশি ঝরনাধারে
নেশাটা আমার ফিকে হয়ে আসে,
ঝিম ধরা ভাব কেটে ভাবনারা সজাগ আবার-

স্বপ্ন দেখা যদি জীবনের শ্রেষ্ঠ রসায়ন হয়
রোজ তবে নববর্ষ হোক, প্রতিদিন হোক নতুন বছর
প্রতিদিন ভরে রাখ তোমাদের কলকাকলিতে
আমি রোজ এসে নতুন একটা দিন নিয়ে যাব
উৎসবের তাজা মউলের ঘ্রাণ প্রাণভরে নেব
নতুনের নেশায় রাসায়নিক নেশা যাবে ঘুচে


1 মতামত: