কবিতা - প্রজ্ঞা পারমিতা ভাওয়াল



অত্যাচারের আঁচড়
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল
আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড় 
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 


বিধস্ত মনের গভীরে কুমীর খেলা করে
 
সেখানে লিলি বা হা
সনুহানা বা পদ্ম থাকতে পারতো অনায়াসে ;
কিছু রঙিন মাছ খেলতে পারতো। 

কালশিটে রক্তের সমারোহ
 
একরাশ বিরহবিলাস,
চরম পাওয়ার
অনুভূতিতে মশগুল। 

যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তেই
 মুক্ত হতে পারি, তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?


কতো না  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে
 
সজীব হয়ে মধুর থাকি।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন