বৃষ্টির সময়ে…
অনুপম দাশশর্মা
মেঘ জমলে আকাশ জানে
ঝরতে হবে ঠিকই
দমকা বাতাস দুষ্টু ভীষণ
বিজলী ঝিকিমিকি
ঝরছে যখন মনের কোনে
জল নৌকার ছই
কদমগাছে ভিজছে তখন
টুনটুনিদের সই
ভিজছে যখন ছাদের কোনে
ছোট্ট খুকির শাড়ি
জানলা দিয়ে গলছে দু’হাত
শ্রাবণ যে সওয়ারী
শ্রাবণ সে তো আষাঢ় শেষে
বৃষ্টির ঘরবাড়ি
ক্ষণেক্ষণে ঝলসে ওঠা
অগ্নির তরবারি
ব্যস্ত পথের বুকের ওপর
জলের সেকী আদর
একই সাথে সরছে মনের
বিষন্নতার চাদর
ঝরঝর জল শামুক পথে
মন্থর সব গাড়ি
মধ্যমেধার শব্দগুলোয়
মল্লারও দরবারি।
অনুপম দাশশর্মা
মেঘ জমলে আকাশ জানে
ঝরতে হবে ঠিকই
দমকা বাতাস দুষ্টু ভীষণ
বিজলী ঝিকিমিকি
ঝরছে যখন মনের কোনে
জল নৌকার ছই
কদমগাছে ভিজছে তখন
টুনটুনিদের সই
ভিজছে যখন ছাদের কোনে
ছোট্ট খুকির শাড়ি
জানলা দিয়ে গলছে দু’হাত
শ্রাবণ যে সওয়ারী
শ্রাবণ সে তো আষাঢ় শেষে
বৃষ্টির ঘরবাড়ি
ক্ষণেক্ষণে ঝলসে ওঠা
অগ্নির তরবারি
ব্যস্ত পথের বুকের ওপর
জলের সেকী আদর
একই সাথে সরছে মনের
বিষন্নতার চাদর
ঝরঝর জল শামুক পথে
মন্থর সব গাড়ি
মধ্যমেধার শব্দগুলোয়
মল্লারও দরবারি।
ঝরছে যখন মনের কোনে
উত্তরমুছুনজলনৌকার ছই
কদম গাছে ভিজছে তখন
টুনটুনিদের সই
আহা!
কি মিষ্টি!
উত্তরমুছুনজল থৈ থৈ জলের ভেলায়
উত্তরমুছুনআজকে সে সওয়ারী ,
ঝরঝরঝর পাগলপারা
আজকে যে হওয়ারই ॥