কবিতা - পলা



যাওয়া হয়নি
পলা

আজ অকপটে বলতে পারি আমার যাওয়া হয়নি
সেসব পরিকল্পিত ভ্রমণের অবাস্তব অভিযানে
যেমন প্রথম যৌবনের স্বপ্ন দখল করেছিল
কিছু বাছা বাছা সম, অসমবয়সী চরিত্র
তাদের সাথে নিয়ে খুব সাবধানে নিরাপদে
অনেক জায়গায় যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু
সেসব কোনো জায়গায় আমি শেষ পর্যন্ত যেতে পারিনি।
আসলে সেরকম কোনো অভিযান কখনই ঘটে না
যেখানে ভয়ের কিছু থাকতে পারে না বা নিরানন্দের
সব কিছু নিজের ইচ্ছা মত ভাবা হয় বা ভেবে ভেবে
রাত ভোর হয়ে যায় তবু সব কিছু গোছানো হয় না
সমানে বেড়ে চলে চরিত্র, কখন বাদ পড়ে যায় কেউ
আবার এমন কোনো সময় আসে সেই হয় অবশ্যম্ভাবী
আবার ফিরে যেতে হয় পরিকল্পনার শুরুতে
ততক্ষণে পেরিয়ে যায় এমন কিছু কাজ এমন কিছু সময়
যে সময়কে আবার ধরতে গেলে কোনো হিসেব মেলে না
আর হিসেব না মেলাতে পারলে নিজের চিন্তা ভাবনার কাছে
কেমন যেন অপরাধী থেকে যেতে হয় এই কথা ভেবে
যে স্বপ্নটুকুও দেখার ক্ষমতা অর্জন করতে পারিনি
বাস্তব এতটাই রাশ টানার শক্তি নিয়ে চোখ রাঙিয়ে থাকে
অনেক গুরুত্বপূর্ণ ঘটনা যা অবশ্যই ঘটার ছিল
একেবার জলাঞ্জলি দিতে হয় সময়ের নির্মম নিয়মে
তবু, তবু আজও সে পরিকল্পনা সেই ভাবে গুড়িসুড়ি মেরে
পাকা পোক্ত হয়ে বসে আছে মনের মধ্যে, সত্যি দেখা স্বপ্ন নিয়ে ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন