কবিতা - রিয়াজুল আলম ভূঁইয়া



উড়াল
রিয়াজুল আলম ভূঁইয়া
 
বন্ধ দরজায় করাঘাত
একদিন আকাশ ফুটলো
সহজাত প্রথম স্লোগান
তীব্র, অনগ্রাহ্য, সম্মোহনী

আসলে আরাধ্য জননী
গ্রন্থ প্রতিদিন আসে
একটু একটু করে
নতুন নতুন নাম
নব নব বস্তুপরিচয়

মূল্যহীন এখনো সময়
নিঃশব্দ বেড়ালের মত
দ্রুত দর্পণাভিসারে চলে
আদিম ফল মুখে
এদিকে মেঘ জমে

মেঘে মেঘে অন্যবেলা
মেঘেদের ভিন্ন ভাষা
বৃষ্টি হয়ে পতনোন্মুখ
ফলে পাপ হয়
ফলে স্বর্গচ্যুতি ঘটে

ক্রমশ বিচ্ছিন্ন ঈশ্বর
মাটি সরে যায়
একদিন আবারও মাটিতে
মাঝখানে উড়ন্ত মানুষ
মানুষেরা অন্যরকম ওড়ে
দরজা বন্ধ করে




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন