কবিতা - অনুপম দাশশর্মা



সুখ স্মৃতির মোড়ক...
অনুপম দাশশর্মা

এক অন্য আবেগ, ভিন্নতর অনুভূতিও বটে
রোজকার ক্ষয়িষ্ণু ত্বকে হামলে পড়া অভ্যেসের রোদ
ফোস্কা ফেললেও কোন কোন দিন
এক ঝাঁক পায়রা হাজির করে
সে পায়রাদের ঠোঁটে এক একটি খন্ডলিপি
সেখানে ফোঁটা ফোঁটা চন্দনে লেখা অনন্য
সুখের ইতিকথা

দেদার উপহার জোটে যদি বছরভর
মেলে না সে বিশেষ দিনের সাথে,
তেমনটাই সে স্মৃতির আকৃতি

সেরা মুহূর্ত প্রতিটি জন্মদিনে নির্মল, অব্যর্থ
ভাগ হয়ে যায় শতদলে, অমিল সেখানে শর্ত !


1 মতামত: