কবিতা - দেবাশিস রায়



বিষক্ষয়
দেবাশিস রায়

হাসি দিয়ে যদি সব ঢাকা যেত
কান্নার হদিস তবে কে আর টের পেত?
যদিও বেশি হাসি অনেক সময়
অঝোর কান্নার চেয়ে বেশি মর্মভেদী হয়
আবার আচমকা কোন খুশির ছোঁয়ায়
নীরব অশ্রুধারা অজান্তে দুগাল ভেজায়
মাইনাস আর মাইনাস মিলে যদি প্লা হয়
জীবন যন্ত্রণা আর কান্না মিশে বিষে বিষে বিষক্ষয়


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন