কবিতা - জয়ন্ত


দেয়াল ঘেঁষে
জয়ন্ত


ভাবছ এত?
এই তোমার দেয়াল ঘেঁষে দাঁড়ালাম
কতটা পুরুষ তুমি?
কতটা পাপ লুকোতে পারো ?

কাবাডি না হয় কানামাছি খেলি,
একবার ছুঁয়ে দেখি কেমন পালাতে জানো!
আমি নারী-নদী, তুমি পুরুষ -আগুন,
আমাকে পুড়িয়ে সতীত্ব জানতে পারো !?

নদীর কাদায় ভীষণ পিছল,
এই ধরি এই নেই তুমি!
কেমন করে সাজলে সাধু?
কেনই বা এই বেশ্যা আমি!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন