তেমনি আছে ?তমালী রায়
সেই
গ্রামটা কি তেমনি আছে ?
আর ওই
বাড়িটা ? যেখানে পোড়ো গন্ধ ?
ভাঙাচোরায় মিশে থাকা স্মৃতি... ভালোমন্দ ?
ওই ঘরটা
এখনও তেমনি আছে,
যেখানে
চাঁপামাসি থাকতো?
সারা বছর
চাষিরা পাশেই তো ধান রাখতো
?
ওখানে কি
এখন ধান ভাঙা হয় ?
সুতো
সাজিয়ে শাড়ি বোনে কি ওরা ?
সূর্য ডোবা
মাঠে , এখন কি ঘরে ফেরার তাড়া ?
উড়ো খেয়াল
আজও তুই যখন তখন ধরিস ?
বৃষ্টির
সাথে ভেজার লড়াই এখনও কি করিস ?
দিনগুলো
তোর নিজের মতো
বাঁধনছাড়া
চলে তো ?
মেঠো পথটা
তোর কানে
মনের কথা
বলে তো ?
কবিতাগুলো
কি রাখে আজও কোনো মানে ?
তোর সেই
পাগলামি আমি ছাড়া কেউ কি জানে ?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন