ভ্রমণ
নূপুর বড়ুয়া
ইটাচুনা রাজবাড়ী
নূপুর বড়ুয়া
ইটাচুনা রাজবাড়ী
গত ১৫ জানুয়ারি আমরা তিন বন্ধু মিলে রওনা হলাম
‘ইটাচুনা রাজবাড়ী’ র উদ্দেশ্যে| বর্ধমান জেলার খন্যান গ্রামে এই রাজবাড়ি অবস্থিত|
শিয়ালদহ থেকে বেলা ১০-১৫ মিনিটের বর্ধমান লোকাল ধরে ১২-৩০ মিনিট নাগাদ আমরা খন্যান স্টেশনে পৌঁছলাম| সেখান থেকে অটোতে চেপে ইটাচুনা রাজবাড়ি।
বর্তমানে এটি একটি ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিতি লাভ করেছে| সপ্তাহান্তে বেড়িয়ে আসার জন্য একটি ভালো জ়ায়গা| থাকা ও খাওয়ার সু-বন্দোবস্ত আছে এখানে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন