কবিতা - বনানী ভট্টাচার্য



অপেক্ষা
বনানী ভট্টাচার্য


চেয়েছিলাম গভীর নীল স্বপ্নে 
ডেকেছিলাম রজনীগন্ধায় বারংবার,
তোমার কলঙ্কই অলংকার ছিল আমার 
তোমার উন্মাদনাই আমার অহংকার।
আহত স্বপ্নেরা আজও গুমরে কাঁদে
অনুচ্চারিত শব্দগুলি প্রশস্ত বক্ষ খোঁজে,
সীমন্ত ছুঁয়ে চলে যাওয়া রক্তাক্ত সরণিটা 
নিরূপায় হতে চায় দুই বাহু মাঝে।
শরতের শিশির-ভেজা শিউলিরা 
কেন জানি পেতে চায় ওই বসন্ত আহ্বান ,
রাগে-অনুরাগে রিনিঝিনি কাঁকন 
বেজে উঠে নিতে চায় সেই সম্মান।
চেয়ে দেখি বাঁকা পথ বহুদূর চলে যায় 
হঠাৎ হারালো দিশা দিগন্তেরও শেষ,
অপেক্ষায় আজও আছে সুষুপ্ত ভালোবাসা 
সাথে আছে কয়েকফোঁটা অশ্রু অবশেষ।


1 মতামত:

  1. এক বুক দলা পাকানো কষ্টের এই কবিতা অপেক্ষা, আশা নিরাশার দোলাচলে কি পাওয়া যাবে আর কি হারাবে তার এক আপেক্ষিক ঝলক দেখা গ্যালো বনানী ভট্টাচার্যের কলমে। ভালো লাগলো।

    উত্তরমুছুন