কবিতা - রাজ মল্লিক



শূন্যতায়
রাজ মল্লিক


আমি যে বড়ই ক্লান্ত
বুকের মধ্যে জমে আছে ভালবাসা তোমার জন্য অফুরন্ত।
তুমি বলেছিলে আসবে, কিন্তু তুমি এলে না
তুমি কথা দিয়েছিলে, কিন্তু কথা রাখলে না।

তোমার জন্য ফুটিয়েছিলাম আমার বাগানে গোলাপ, রজনীগন্ধা
তোমার অপেক্ষায় কাটছে আমার শত শত সন্ধ্যা।
তোমার বিরহে জীবন আমার বেঁচে থেকেও মরা
তোমার জন্য লিখেছিলাম প্রেমের গান, কবিতা ও ছড়া।

বলবো না আমায় ভালোবাসো, যদি তুমি সুখে থাকো
হাসি মুখে সইব ব্যথা, তবু তোমার তরে আমি প্রাবন্ত।
জানি তুমি আসবেই একদিন না একদিন ফিরে
মরণের আগে হয়তো, বা পরে।

যদি তুমি ফিরে আসো কোনো এক গহীন রাতে
আপন ভেবে নিও আমার অনুপস্থিতিকে।
যদি বা ফিরে আসো তুমি কোনো এক মধুমাসে
আমায় যদি না পাও তুমি, স্মৃতিগুলো পাবে পাশে।

রচনা : ২২শে শ্রাবন ১৪২১
সময় : দুপুর ৩ ঘটিকা


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন