কবিতা - দেবাশীষ সেন



অযান্ত্রিক
দেবাশীষ সেন 

অন্য জীবন অন্য পথ
মুখের আদল বদলে যায়,
অন্ধকারের এঁদো গলি ছেড়ে
পৃথিবী ঘোরে নতুন অক্ষরেখায়

পণ্য জীবন বন্য মনে
শুধু অপেক্ষায় রয় অনন্তকাল,
জোয়ার ভাঁটার নিত্য আন্দোলনে
ভাঙে অশরীরি নিষেধের বেড়াজাল।। 


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন