দেখা
কমল সেনগুপ্ত
কমল সেনগুপ্ত
দেখতেই
চাও যদি , নিজেকেই দেখো আগে ,
আঁচড়ে আঁচড়ে কেটে রাখা
জীবনখাতার প্রতিটি দাগে ।
আয়নায়
চোখ রেখে চিনতে পারো না নিজেকে ,
প্রতিবিম্বের
আড়ালে আসল 'আমি' টা লুকিয়ে থাকে ।
কখনও
সামনে তাকাও ,
দেখতে চাও আগামীকে ,
বুঝে
নিতে চাও অনাগত 'আমি' কে ।
কখনও
পেছনে তাকাও ,
খোঁজাখুঁজি কর কত
স্মৃতিভাণ্ডারে , কর হিসেব-নিকেশ যত ;
চেয়ে
না-পাওয়ার, না-চেয়ে পাওয়ার
কানাকড়ি ,
দাঁড়ি-পাল্লায়
মেপে দেখো কোনটা ভারি ।
কখনো
ভেবে দেখো ,
কখনো দেখেও বোঝো ,
মিল
খুঁজে পেতে যত গোঁজামিল দিয়ে খোঁজো ।
দেখো
প্রকৃতির রূপে-গন্ধে লেগে থাকা সুখ ,
দেখো
নিয়তির কষাঘাতে ঝুলে পড়া মুখ ।
জীবনটাকে
কত ভাবে কত রঙে ডুবিয়ে মেখে
পালটে দেবার বাসনায়
বারবার দেখো চেখে ।
দেখো
তো আরো কত কিছুই একটা জীবনে ,
কত
মুহুর্ত , কত রঙ জমে থাকে মনে
।
স্বপ্ন
দেখো তো অবচেতনের চেতনায় ,
ভাবনা
জুড়েও আসে ,
ইচ্ছের তাড়নায় ।
খোলা
জানালায় দৃষ্টিকে রেখে কর বরণ ,
কিন্তু
কখনও দেখতে পেয়েছো মানুষের মন?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন