কবিতা - দর্শনা বোস



শীত ঢাকে
দর্শনা বোস

এই আশমানী রঙা ঘোর,
মাঝ কাশে থমকে থাকা
দুর্বিনী ভাবনাজাল,
চোখের তারায় লুকোচুরি খেলা
ভবঘুরে আলোছায়া...
ফিরে ফিরে শিহরণ তোলে

তবু একলা ছায়াটির পাশে,
নিস্তব্ধতা ডানা মুড়ে বসলে,
কোমল নিষাদকে ছুঁয়ে
প্রাণপণে শীত ঢাকে
অস্থির অনামিকা


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন