কবিতা - সৌরদীপ গুপ্ত



অনাহত
সৌরদীপ গুপ্ত


দুচোখে জড়িয়ে ছিল ঘুম
সিরিয়াস কবিতারা জানে
হাওয়ারাও মিশালো গরল
জীবিত কথার মাঝখানে.......
আশায় আসাই স্বাভাবিক
কে যে চায় তার সাথে যেতে
কে চায় কোণের ঘরে একা
নিরামিষ আছে হৃদয়েতে
হৃদয় রেখেছ স্বাধীনতা
তারপরও কাছে যেতে চাও
ইচ্ছেরা বিদ্রোহী রোজ
রোজ রাতে একাকী ঘুমাও
ঘুম দিলে রাত ফুরাবেই
ঘুম ঘুম শরীরে অনল
কবিও কি অনাহত থাকে
জলে যদি মিশে যায় জল!!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন