আমার প্রিয়া তন্ময় গুপ্ত
নিজের
সাথে নিজের কথা দিনের শেষে
অনেক
ব্যথায় একটু খুশি
যখন মেশে,
তখন
তোমার পরশ আমার হৃদয় জুড়ে
তোমার
সাড়া। কান্না হাসির সকল সুরে।
তোমার
আমার যুগলগীতি সকাল রাতে
প্রবল
প্রাণের প্রকাশ বেহাগ ভৈরবীতে
সপাট
তানে আমার সাথে ভরাও হিয়া
গভীর
রাতের আলিঙ্গনে সুরের প্রিয়া
আমার
হাতের উষ্ণ ছোঁয়ায় জীবনগাথা
আমার
কাঁধে এলিয়ে থাকে তোমার মাথা
তুমিই
আমার মনের শান্তি প্রাণের আরাম
তুমিই
আমার সমব্যাথী হারমোনিয়াম
তুমিই
আমার তীব্র নেশা অমোঘ সুরা
নিকষ
কালো তন্বীদেহী সে তানপুরা।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন