কবিতা - সায়ন দে



একলা একলা
সায়ন দে
         

আমি একলা থাকার যন্ত্রণাকে
টেবিল বুকে ফেলে,
পাগলামীতে হারিয়ে গেছি
ইচ্ছেডানা মেলে ।
আমি মিথ্যে সুখে ঘুমিয়ে পড়ি
চোখের কোণে জল,
স্বপ্ন দোসর অবাক সফর
থমকে অবিকল ।
একলা জ্বালা নিজেই নিজের
পিঠ ঠেকে যায় ঘামে,
একলা ঘরের সংলাপে তাই
মুক্তি পরিণামে ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন