সহজপাঠ
জয় ভট্টাচার্য
জয় ভট্টাচার্য
তোমাকে
পাঠাবো বলে বিস্তরখানেক ভালোবাসা লিখে ফেললাম পাঁজরে।
ওমনি
ধুকপুক ধুকপুক করে হারামি ইঞ্জিনটা যেন চলতে লাগলো।
কোনো
বে-আক্কেলে,
তেল ঢেলে দিল বুঝি
এই বেলা...
তুমি
তখন আঁকড়ে ধরে আছো এক বালিশ স্বপ্ন।
আর
রাত-পোশাকের বোতামগুলো খুলতে লেগেছো।
চাই
আরো একটুখানি বাতাস...
চাইলে
পরেই বাতাস আসে ?
জানলা দিয়ে গাছের
ফাঁকে ?
পাখি
যদি ডেকে ওঠে- 'গৃহস্থের খোকা হোক' ?
দেখেছো
! দেখেছো ! সেই হারামি ইঞ্জিনটা এখন তোমার ঘরেও ?
ধড়ফড়ানি
ধড়ফড়ানি, মেশিন তখন, গা-জ্বালানি অলস
দুপুর।
ঘামে
ভেজা পরদা,
তোমরা দূর হটো !
এক
বস্তা লোকলজ্জায় আগুন ঢালো !
এখন
কেবল বাতাস চাইলে ওঠে ঝড়, সংবৎসর !
ঘরের
ভেতর গুমট যখন,
নিঃশ্বাস নাও বাইরে
এসে ;
পথে
নামো।
শিশুপাঠ্যের উলটো পিঠে, পাঁজরে লেখা-
যুদ্ধ
ভালো !
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন